সালাতুত তাসবিহ নামাজের নিয়ম

সালাতুত তাসবিহ নামাজের নিয়ম

সালাতুত তাসবিহ নামাজের নিয়ম: তাসবিহ শব্দের অর্থ হলো মহান আল্লাহ তায়ালার নাম স্মরণ করা বা জিকির করা। সলাতুত তাসবিহ অর্থ হলো তাসবিহ পাঠের নামাজ বা মহান আল্লাহ তায়ালার নাম স্মরণের নামার । এই নামাজে ৩০০ বার একটি তাসবিহ পাঠ করতে হয়। যার কারনে এই নামাজ কে সলাতুত তাসবির নামাজ বলা হয়। এটি একটি নফল নামাজ বা এবাদত।

নবী কারিম (সা:) সব সময় ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজের প্রতিও খুব যত্নবান ছিলেন এবং উম্মতকেও নফল নামাজ পড়ার প্রতি উৎসাহিত করেছেন। কেননা ফরজ নামাজে হয়ে যাওয়া ভুল-ত্রুটির ক্ষতিপূরণ নফল নামাজের মাধ্যমে হয়ে থাকে।

বিশেষ করে নবী কারিম (সা:) সালাতুস তাসবিহ নামাজ সম্পর্কে বলেছেন যে, এই নামাজ দিনে একবার তা না হলে সপ্তাহে একবার তা না হলে মাসে বা বছরে একবার তাও যদি না হয় তাহলে জীবনে অন্তত একবার এই নামাজ আদায়ের কথা বলেছেন।

রাসুলুল্লাহ সা. তার চাচা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-কে এই নামাজ শিক্ষা দিয়েছিলেন। বলেছেন, এই নামাজ পড়লে আল্লাহ তাআলা আগের ও পরের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন।

সালাতুল তাসবিহ নামাজ পড়ার পদ্ধতি

সালাতুল তাসবিহ নামাজ চার রকাত। নিয়ত স্বাভাবিক নামাজের মতো করলেই হবে। যে ‘আমি সালাতুস তাসবিহ এর চার রাকাত নফল নামাজ আদায় করছি’। 

সালাতুল তাসবিহ এর চার রাকাত নামাজে একটি তাসবিহ বা দোয়া ৩০০ বার পড়তে হয়। তাসবিহ বা দোয়াটি হলো:

سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ للهِ، وَلَا إلَهَ إلّا اللهُ، وَاللهُ أكْبَر

উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।’ অর্থ: পবিত্র মহা আল্লাহ। সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আল্লাহ সবার চেয়ে বড়।

তাসবিহটি পড়ার নিয়ম

প্রথম রাকাতে সানা, সুরা ফাতিহা ও একটি সুরা পাড়ার পড়ে এই তাসবিহটি ১৫ বার পড়তে হবে। তার পরে রুকুতে গিয়ে রুকুর তাসবিহ (সুবহানা রাব্বিয়াল আজিম) পড়ার পরে এই তাসবিহটি ১০ বার পড়তে হবে। রুকু থেকে উঠে রুকুর তাসবিহ (সামিয়াল্লাহুলিমান হামিদা) পড়ার পরে এই তাসবিহটি আবার ১০ বার পড়তে হবে। সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ (সুবহানা রাব্বিয়াল আলা ) পড়ার পরে এই তাসবিহটি আবার ১০ বার পড়তে হবে।

সেজদা থেকে উঠে বসে এই তাসবিহটি আবার ১০ বার পড়তে হবে। দ্বিতীয় সিজদায় দিয়ে সিজদার তাসবিহ (সুবহানা রাব্বিয়াল আলা ) পড়ার পরে এই তাসবিহটি আবার ১০ বার পড়তে হবে এবং দ্বিতীয় সিজদা থেকে আমরা সরাসরি উঠে দাড়িয়ে যাবো না আমরা  দ্বিতীয় সিজদা থেকে উঠে বসে এই তাসবিহটি আবার ১০ বার পড়বো তারপরে আল্লাহুআকবার বলে দাড়াবো। একইভাবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাকাত পড়তে হবে। প্রতি রাকাতে এই দোয়াটি ৭৫ বার হবে এবং ৪ রাকাতে মোট ৩০০ বার হবে।

Leave a Comment