এলাট্রল এর কাজ
এলাট্রল মুলত ঠান্ডা জাতীয় রোগের জন্য ব্যাবহার করা হয়। এলাট্রল ওষুধটি সেটিরিজিন হাইড্রোক্লোরাইড দিয়ে তৈরি। এই ওষুধটি প্রস্তুত করে থাকে স্কায়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এলাট্রল মূলত আগাছা, ফুলের পরাগ,ঘাস থেকে তৈরি করা হয় যা এলার্জির চিকিৎসার জন্য ব্যাবহার করা হয়।
এটি একটি এন্টিহিস্টামিন যা নাক থেকে পানি পড়া, চোখে পানি আসা, চোখ লাল হওয়া, হাঁচি, নাকের ও চোখের চুলকানী ইত্যাদি উপসর্গে এলাট্রল খুব ভালো কাজ করে।
এলাট্রোল পেরিনিয়াল এলার্জিক এবং সিজনাল রাইনাইটিস জনিত লক্ষণগুলোর নিরাময়ে ব্যাবহৃত হয়। এলাট্রল এজমার চিকিৎসায় ব্যাবহৃত হয়ে থাকে। এটি নাকের ফুসকুড়ি উপসম করতে সাহায়্য করে থাকে। এলার্টল ৫ এম জি ট্যাবলেট মুখে খাওয়ার ওষুধ হিসাবে ব্যাবহৃত হয়।
আজকের আর্টিকেলে আমরা এলাট্রল এর কাজ সম্পর্কে বিস্তারিত জানবো।
আরও পড়ুনঃ পক্স হলে কি করনীয়, সতর্কতা ও জরুরী চিকিৎসা
এলাট্রল এর পরিচয়

একটি টেবিলের মাধ্যমে সহজেই এলাট্রল টেবলেটের ব্যাবহারবিধি ,উপকারিতা,জেনেটিক নাম ,বর্তমান দাম ইত্যাদি সর্ম্পকে আলোচনা করা হলো:
মেডিসিন- এলাট্যল
জেনেরিক- Cetirizine Hydrochloride
ব্যাবহার- এলার্জি বা ঠান্ডা জাতীয় উপসর্গে ব্যাবহৃত হয়।
পরিমাণ- 10mg Tablet, 5mg tablet, 2.5 mg Tablet, 5 ml Syrup, 2.5 ml syrup
কোম্পানি- square pharmaceuticals Ltd. Bangladesh
অন্যান্ন কোম্পানির ওষুধ- ActiZen, Acitrin
দাম – Unit Price 150 Pack, 60 ml bottle: 30.10,15 ml bottle 25.08
ব্যবহার বিধি
এলাট্রল খাওয়ারের উপর নির্ভর করে এলাট্রল এর কাজ। বয়সভেদে এলাট্রলের খাওয়ার নিয়ম বিভিন্ন রকম হয়ে থাকে। নিম্নে তা আলোচনা করা হলো:
১। বয়স্ক এবং ৬ বছর বা এর বেশি বয়সের শিশুদের জন্য: প্রতিদিন ১ টি ট্যাবলেট খাওয়াতে হবে।
২। সিরাপ:১ চা মচ প্রতিদিন দুই বার অথবা ২ চা চামচ প্রতিদিন ১ বার।
৩। ২-৬ বৎসরের বাচ্চাদের সিরাপ:১/২ চামচ প্রতিন দুই বার অথবা প্রতিদিন ১ চা চামচ।
৪। ৬মাস থেকে ২ বছরের নিচের বাচ্চাদের :প্রতিদিন ১/২ চামচ সিরাপ প্রতিদিন ২ বার অথবা ১ চামচ প্রতিদিন।
৫। ৬মাস থেকে ২ বছরের নিচের বাচ্চাদের :১/২ চামচ সিরাপ প্রতিদিন।
৬। ১২-২৩ মাসের শিশুদের জন্য সর্বোচ্চ মাএা প্রতি ১২ ঘন্টা অন্তর ১/২ চা চামচ করে দেয়া যেতে পারে।
৭। পেডিয়াট্রিক ড্রপর্স:প্রতিদিন ১ বার ১ মি.লি.করে দিতে হবে।
এলাট্রল এর কাজ – ব্যবহারবিধি
এলাট্রল এর কাজ জানার পর এর ব্যাবহার সর্ম্পকে অমাদের সকলের জানা উচিৎ। Histacin Tablet যে সকল রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করে থাকে তা নিম্নে আলোচনা করা হলো:
১। সাধারণ ঠান্ডা
২। এলার্জি
৩। জ্বর
৪। রাইনাইটিস
৫। ।Itchy গলা /ত্বক
৬। সর্দি
৭। Anaphylactic
৮। ছুলি
৯। Histacin Tablet
এলাট্রল সিরাপ এর দাম
এলার্জিজনিত ঠান্ডা এবং চুলকানি দূর করার জন্য এলাট্রল সিরাপ ব্যবহার করা হয়। কিন্তু অনেকেই জানেন না এলাট্রল সিরাপের দাম।
এলাট্রল ৬০ মিলিগ্রাম সিরাপের বর্তমানবাজার মূল্য হচ্ছ ৩০ টাকা।
এলাট্রল পেডিয়াট্রিক ১৫ মিলিগ্রাম সিরাপের বাজার মূল্য হচ্ছে ২৫ টাকা।
ঔষধের মিথস্ত্রিয়া
কিটোকোনাজোল বা এজিথ্রোমাইসিন, থিওফাইনিল, সিউডোইফেড্রিন, খিওফাইনিল এবং অন্যান্ন ঔষুধের সাথে এলাট্রল ওষুধের কোন মিথস্ত্রিয়া দেখা যায় না।
নির্দেশনা
সেটিরিজন প্রতিনির্দেশিত করা হয় যেসকল রোগীরা সেটিরিজেন বা হাইড্রোক্সিজিন এর প্রতি অতিসংবেদনশীল।
সতর্কতা
১। এলাট্রল খেলে তন্দ্রাভাব দেখা যায় এ জন্য মেশিন গাড়ী চালানোর সময় সর্তকতা অবলম্বন করতে হবে।
২। সেটিরিজিন সেবনের পর ডিপ্রেসেন্ট ওষুধ এবং অ্যালকোহল খাওয়া থেকে বিরত থাকতে হবে।
সংরক্ষন
শুষ্ক স্থানে এবং আলো ও তাপ থেকে দূরে রাখুন। শিশুদের কাছ তেকে দূরে রাখুন।\
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
US FDA প্রেগন্যান্সি ক্যাটাগরি অনুসারে সেটিরিজেন হাইড্রোক্লোরাইড ‘B’ শ্রেণীভূক্ত ঔষুধ হিসাবে পরিচিত। এই ঔষুধ সর্ম্পকে গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা এ বিষয়ে পর্যাপ্ত ও সুনিয়ন্ত্রিত কোন তথ্য পাওয়া যায়নি। এই ওষুধটি গর্ভাবস্থায় সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলে ব্যাবহার করতে হবে।
কারণ প্রাণিজ প্রজনন গবেষণা মানবদেহের কার্যকারিতা সর্ম্পকে পূণ্য ধারণা দেয় না। বাচচাদের মায়েদের সেটিরিজিন হাইড্রোক্লোরাইড ওষুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে। যে সকল বাচ্চরা মায়ের দুধ পান করে সে সকল মাকে সেটিরিজিন হাইড্রোক্লোরাইড জাতীয় ওষুধ খাওয়া যাবে না কারণ তা স্তন্যদুগ্ধে নি:সৃত হয়।
এলাট্রল ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হঠাৎ করে বমিও হতে পারে, আবার অনেক সময় পাতলা পায়খানা দেখা দেয়।গর্ভাবস্থায় ডাক্তারের পরমর্শ ছাড়া কোনমতেই ওষুধ সেবন করা উচিৎ নয়।
এলাট্রলের সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ঘোরা, মাথা ব্যাথা, ঘুম ঘুম ভাব, ঝিমুনী, মুখ শুষ্কতা, ইউরিনারী রিটেনসন, গলা ব্যাথা, ঝাঁপসা দৃস্টি, পেট ব্যাথা, পেটের গন্ডগোল ইত্যাদি।
ইবাট্রল এর কাজ কি
ইবাট্রল ট্যাবলেট সাধারণত ক্রণিক ইডিওপেথিক আর্টিকেরিয়া, সিজিনাল এবং পেরিনিয়াল এলার্জিক রাইনাইটিস, এলার্জিজনিত ত্বকের সমস্যা ইত্যাদি উপসর্গ নিরাময়ে ব্যাবহৃত হয়। যেসকল রোগীর এলার্জি প্রতিক্রয়া আছে কোন খাদ্যে বা ওষুধে, তারা এই ওষুধটি খেতে পারে।
এই ওষুধটি এলার্জির লক্ষণগুলোকে হ্রাস করে এবং শরীরে হিস্টামাইনের ক্রিয়াকলাপকে বাধা দিয়ে থাকে। এবার্টিল গবেষণায় দেখা গেছে যে এটি বি জাতীয় মাদক। ডাক্তারেরা রুগীর অবস্থা অনুযায়ী ১০ মিলিগ্রাম থেকে ২০ মিলিগ্রাম পর্যন্ত নির্ধারিত করে থাকে।
যেসকল রুগীর কিডনীর সমস্যা আছে তাদের ইব্রাটিল খাওয়া থেকে বিরত থাকতে হবে। এই কিছ পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন: মাথা ব্যাথা, পেটে ব্যাথা, দুর্বলতা, নাকে রক্তপাত, বমিভাব, মুখ শুকানো ইত্যাদি।
পরিশেষে
যে কোন ঔষুধ সর্ম্পকে আগে ভালোভাবে জানতে হবে তারপর ঔষুধ সেবন করতে হবে। চিকিৎসকের পরমর্শ ছাড়া কোন ঔষধ খাওয়া উচিৎ নয়। এলাট্রল এর কাজ এ্যান্টিহিসটামিন হিসাবে ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া দূর করতে সাহায্য করে। সাধারণত সর্দির কারণে নাক দিয়ে পানি ঝরা, কাশি ইত্যাদির উপসম হিসাবে চিকিৎসক এই ঔষুধ নির্দেশনা দিয়ে থাকে।
এলাট্রল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর / FAQ
১। এলাট্রল ঔষধ কি?
উত্তরঃ Alerzole 10Mg Tablet একটি অ্যান্টিহাইস্টামাইন যা সর্দি রোধ করে নাকের মধ্যে, খিটখিটে এবং চোখ এবং অন্যান্য অ্যালার্জিক উপসর্গগুলিকে রোধ করে।
২। অ্যালাট্রল খেলে কি ঘুম আসে?
Alatrol 10mg Tablet 10’s হল একটি নিদ্রাহীন অ্যান্টিহিস্টামাইন যা অন্যান্য অ্যান্টিহিস্টামাইন বা অ্যান্টিঅ্যালার্জিক ওষুধের তুলনায় আপনার ঘুম কমিয়ে দেয় ।
৩। এলার্জির জন্য সবচেয়ে ভালো ওষুধ কোনটি?
উত্তরঃ এলার্জির চিকিৎসায় প্রধানত অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ ব্যবহার করা হয়। এগুলো এলার্জির লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে—এমনকি লক্ষণ দেখা দেওয়ার পূর্বেও সেবন করা যায়।
আরও পড়ুন-
সোলাস ট্যাবলেট খাওয়ার নিয়ম ও প্রয়োজনীয়তা
মাজা ব্যাথার ঔষধের নাম, দাম ও ঔষধের সেবনবিধি