রবি ইন্টারনেট চেক
রবি ইন্টারনেট ব্যালেন্স চেক এবং এমবি চেক করতে আমরা অনেকে জানিনা। রবি বাংলাদেশের অন্যতম একটি জনপ্রয় টেলিকম অপারেটর। রবি বর্তমানে খুব জনপ্রিয় ইন্টরনেট বান্ডেল অফার দেয়ার ক্ষেত্রে।
অনেক গ্রাহক গুগলে সার্চ করে ইন্টারনেট অফার ,ইন্টারনেট ব্যালান্স দেখার কোড, মিনিট অফার, কলরেট অফার অথবা যেকোন অফার জানার চেষ্টা করে।
ব্যাবহারকারী বিভন্ন রকম ইন্টারনেট প্যাকেজ ব্যাবহার করে থাকে তার সিমটিতে। রবি ইন্টারনেট চেক করে ব্যাবহারকারী প্যাকেজ ব্যাবহার করে কি পরিমাণ এমবি রয়েছে, সেই এমবির মেয়াদ কতদিন এবং কি পরিমাণ ইন্টরনেট ব্যালেন্স রয়েছে সেটা জানা যায়।
এমবি আমরা বিভিন্ন ভাবে চেক করতে পারি। সরাসরি ইউএমএমডি কোড ডায়াল করে অথবা প্লে স্টোরে রবি অ্যাপের মাধ্যমে এমবি চেক করতে পারি।
যেকোন মোবাইল হতে যে কোন সময় সহজে ইউএসডি কোড ডায়াল করে এমবি চেক করা যায়। আজকের আর্টিকেলে রবি ইন্টারনেট চেক সম্পর্কিত বিষয়সমূহ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি।
আরও পড়ুনঃ ছেলেদের ফেসবুক স্ট্যাটাস সম্পর্কিত তথ্য সমুহ
রবি ইন্টরনেট চেক করার নিয়ম
রবি সিম যারা ব্যাবহার করে তারা সিমে ইন্টারনেট ব্যাবহার করে থাকে। মোবাইল এ অবশিষ্ট রবি ইন্টারনেট চেক করার জন্য *8444* 88# কোড ডায়াল করতে হবে। কিছু সময়ের মধ্যে একটি মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে রবি সিমে কি পরিমাণে ইন্টারনেট ব্যালেন্স আছে।
আপনার মোবাইলে ডায়াল করুন রবি সিমে ডাটা ব্যালান্স দেখার জন্য *8444*88# কোড। কিছু সময়ের মধ্যে একটি ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে রবি সিমে কত ডাটা ব্যালেন্স আছে।
আরও কিছু রবি কোড
- রবি সিমের এমবি চেক কোড : *8444*88#
- রবি নেট চেক কোড: *8444*88#
- রবি ডাটা চেক কোড: *8444*88#
- রবি ইন্টারনেট চেক কোড :*8444*88#
- রবি ডাটা চেক কোড: *8444*88#
- রবি ইন্টারনেট চেক ব্যাল্যান্স কোড: *8444*88#
- রবি ইমাজেন্সে ইন্টারনেট ব্যালেন্স দেখতে কোড : *123*3*5#
- রবি নাম্বার চেক কোড: *2#
- রবি ব্যালেন্স চেক কোড : *222#
- রবি বোনাস ব্যালেন্স চেক কোড : *222*1#
- রবি এসএমএস চেক কোড: *222*11#
- রবি কল ডাইভার্ট করার কোড: *21*8121#
- রবি কল ডাইভারর্ট বন্ধ করার কোড: #21#
- রবি হেল্প সেন্টার নাম্বার : *123#
রবি ইন্টারনেট ব্যালেন্স চেক করার নিয়ম – মাইরবি অ্যাপ থেকে
রবি ইন্টারনেট ব্যালেন্স যারাস্মার্টফোন ব্যাবহার করেন তাদের জন্য দেখা খুব সহজ। প্রথমে আপনার স্মার্টফোনে গুগল প্লেস্টোর থেকে মাই রেবি অ্যাপসটি ইন্সটল করে এই পদ্ধতিতে সহজে রবি ইন্টারনেট ব্যালেন্স দেখতে পারেন।
পরবর্তীতে আপনার নাম্বারটি প্রদানের মাধ্যমে লগইন করুন মাই রবি একাউন্টে। অ্যাপসটি ডাউনলোড সম্পূর্ণকরুন। মাইরবি একাউন্ট ড্যাশবোর্ডে সিমের ইন্টারনেট ব্যালেন্স পরিমাণ সম্পর্কে জানা যাবে।
রবি ইন্টারনেট অফার কোড
রবি ইন্টারনেট ব্যালেন্স কোড: *৮৪৪৪*৮৮#
রবি ইন্টারনেট অফার কোড: *৪#
রবির ইন্টারনেট ব্যালেন্স চেক কোড
রবি ইন্টারনেট অফার কোড ভিন্ন এবং ইন্টারনেট ব্যালেন্স দেখার নিয়ম ভিন্ন। অনেকে ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোডকে ইন্টারনেট অফার কোড মনে করে থাকে ধারণাটি ভূল। যারা রবি সিমে ইন্টারনেট কিনতে চান সরাসরি রিচার্জ না করে তাদের জন্য ইন্টারনেট অফার রয়েছে।
রবিতে ইন্টারনেট অফার
রবি ইন্টারনেট চেক করে অফার কেনার জন্য কোড হচ্ছে *৪#। *৪# কোডটি ডাইল করলে রবি ইন্টারনেট অফারের লিস্ট পেয়ে যাবেন।
এখান থেকে আপনার পছন্দমত প্রয়োজনীয় ইন্টারনেট অফারটি কিনতে পারবেন। রবি থেকে ইন্টারনেট প্যাক ক্রয় করার জন্য রবি রিচার্জ ইন্টারনেট অফার থেকে ইন্টারনেট অফার কোড ব্যাবহার করে সহজেই ক্রয় করা যায়। রবি রিচার্জ ইন্টারনেট অফার কিনলে সিমে চলমান অফারগুলো সর্ম্পকে গ্রাহক জানতে পারে।
DESH OFFER সাইটে ভিজিট করে ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও ব্যান্ডেল অফার ক্রয় করতে পারেন। রবি ইন্টারনেট অফার কোড পদ্ধতি থেকে রবি ঘ্যাচাং স্টোর রিচার্জ করলে গ্রাহক বেশ কিছু ইন্টারনেট অফার পেয়ে থাকে যেখানে বেশি পরিমাণ ইন্টারনেট ডাটা প্রদান করা হয়।
রবিতে এমবি দেখে কিভাবে
রবি সিমে ইন্টারনেট খরচ অন্যান্য সিমের তুলনায় অনেক কম। এই সিমটি অনেকেই ব্যাবহার করে থাকে ইন্টারনেট সুবিধার কারণে। অনেকেই জানে না যে রবিতে কিভাবে এমবি দেখা যায়। নিম্নে রবিতে কিভাবে এমবি দেখা যায় তা আলোচনা করা হলো:
বর্তমানে মানুষের জীবনের অনেক উন্নয়ন ঘটেছে তথ্যপ্রযুক্তির উন্নয়নের মাধ্যমে। রবি কোম্পানি My Robi App লঞ্চ করেছে তাদের গ্রাহকদের সুবিধা দেওয়ার জন্য। এর মাধ্যমে খুব সহজে রবি সিম ব্যাবহারকারী তাদের ব্যালেন্স চেক করতে পারে।
My Robi App এ সমস্যা হলো ইন্টারনেট শেষ হলে আর ব্যাবহার করা যায় না। এমবি শেষ হওয়ার পর My Robi App প্রবেশ করলে মেইন ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া হয়। কারণ এই অ্যাপস এমবি দ্বারা পরিচালিত হয়। রবি এমবি ব্যালেন্স চেক করার জন্য রবির এমবি চেক কোড ডায়াল করতে হবে।
রবি এমবি চেক কোড হল: *৮৪৪৪*৮৮# (*৮৪৪৪*৮৮#)
এই কোডটি ডায়ল করলে আপনাকে একটি SMS প্রদান করা হবে। এই SMS মাধ্যমে আপনি সকল তথ্য পেয়ে থাকেন। অনেকে এই কোডটি মনে রাখতে পারে না তাদের জন্য বিকল্প উপায় হলো :
রবি এমবি চেক কোড হলো: *১২৩*৩*৫# এই কোডটি ডায়াল করার মাধ্যমে আপনার এমবি ব্যালেন্স সর্ম্পকে জানতে পারবেন।
উপরুক্ত দুইটি কোডের মাধ্যমে যেকোন কোড ডায়াল করে সহজেই রবি এমবি দেখতে পারবেন।
রবি এমবি চেক কোড
অনেকে রবি এমবি চেক কোড সর্ম্পকে গুগোলে সার্চ করে থাকে। রবি এমবি চেক কোড সর্ম্পকে আজ আমরা জানবো। রবি এমবি চেক কোড সর্ম্পকে অনেকেই জানে না My Robi App ব্যাবহার করার কারণে। নিম্নে রবি এমবি চেক কোড দেওয়া হলো:
রবি এমবি চেক কোড : *৮৪৪৪*৮৮#
এই কোডটি ডায়াল করে নেটওয়ার্ক ইস্যুর কারণে যদি সমস্যা হয়ে থাকে তাহলে বিকল্প আরেকটি কোড দেওয়া হলো:
রবি এমবি চেক কোড: *১২৩*৩*৫#
রবি এমবি ব্যালেন্স চেক কোড
আমরা অনেকেই রবি এমবি ব্যালেন্স চেক করার জন্য গুগোলে সার্চ করে থাকি। নিম্নের আর্টিকেলটিতে রবি এমবি ব্যালেন্স সর্ম্পকে আলোচনা করা হলো:
রবি এমবি ব্যালেন্স চেক কোড : *৮৪৪৪*৮৮#
রবিতে অনেক সময় নেটওয়ার্ক সমস্যা দেখা দেয় উপরের কোডটি ডায়াল করে যদি সমস্যা দেখা দেয় তাহলে বিকল্প আর একটি কোড হলো:
রবি এমবি ব্যালেন্স চেক কোড: *১২৩*৩*৫#
উপরুক্ত কোডগুলোতে রবি কম্পানির SMS এর মাধ্যমে রবি এমবি ব্যালেন্স সম্পূর্ণ তথ্য পাওয়া যায়।
শেষ কথা
আমাদের আজকের রবি এমবি কোড সর্ম্পকে ধারণা দেওয়া হলো যা গ্রাহকদের অনেক কাজে লাগবে। এই তথ্যগুলি রবি ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে এবং এটি সর্বশেষ তথ্য। উপরুক্ত তথ্যগুলোর মাধ্যমে আমরা খুব সহজে রবি ইন্টারনেট চেক এবং রবি ব্যালেন্স চেক করতে পারবো।
রবি ইন্টারনেট চেক সর্ম্পকিত প্রশ্ন উত্তর / FAQ
১। রবি সিমের ব্যালেন্স চেক কত?
উত্তরঃ আপনার রবি সিমের ব্যালেন্স চেক করার জন্য, আপনার ফোনের ডায়াল প্যাড এ গিয়ে ডায়েল করবেন । *২২২# অথবা ২২২ এটা ডায়াল করার সাথে সাথে আপনার রবি সিমে কত টাকা ব্যালেন্স আছে তা চলে আসবে।
২। রবিতে ৩০ দিন মিনিট প্যাক কত?
উত্তরঃ রবি মিনিট প্যাক: 250 মিনিট 30 দিনের জন্য 199 টাকায় ।
৩। রবি পয়েন্ট কিভাবে ব্যবহার করবেন?
উত্তরঃ রবি পয়েন্টে অপ্ট-ইন করতে ডায়াল করুন *1213*2# অথবা 1213-এ এসএমএস “Reg” পাঠান (ফ্রি) অথবা অপ্ট-ইন করতে My Robi অ্যাপ থেকে যোগ্য ডেটা প্যাক ক্রয় করুন।
আরও পড়ুন-
মোটর সাইকেল রেজিস্ট্রেশন ফি ও আবেদনের নিয়ম
রোমান্টিক স্ট্যাটাস ক্যাপশন সম্পর্কিত সকল তথ্য