গুগল এডসেন্স
গুগল এডসেন্স হলো গুগল দ্বারা পরিচালিত এমন একটি অনলাইন প্লাটফর্ম প্রোগ্রাম। যার ব্যবহার করে একজন পাবলিশার নিজের অনলাইন কনটেন্ট থেকে রোজগার করার দারুন একটি সুবর্ণ সুযোগ পেয়ে থাকেন। যেকোন ওয়েবসাইটের বিষয়বস্তু এবং দর্শক দের উপর ভিক্তি করে গুগল এডসেন্স
সাইটে বিজ্ঞাপন দিয়ে থাকে যার মাধ্যমে একজন পাবলিশার হিসেবে অনলাইনে টাকা ইনকাম করার সুযোগ পেয়ে যান।
ব্লগ বা ওয়েবসাইটে দেখানো বিজ্ঞাপন গুলো বিভিন্ন বিজ্ঞাপনদাতাদের দ্বারা তৈরি করে চালানো হয়। তাদের পণ্য বা পরিষেবা গুলোকে অনলাইনে প্রচার করার উদ্দেশ্যে।
আজকের আর্টিকেলে গুগল এডসেন্স কি, গুগল এডসেন্স এর কাজ কি, গুগল এডসেন্স থেকে কিভাবে টাকা আয় করবেন।
আরও পড়ুনঃ- ছেলেদের ফেসবুক স্ট্যাটাস
Google AdSense কি

গুগল এডসেন্স গুগলের একটি সার্ভিস যার মাধ্যমে বিজ্ঞাপনদাতারা পেমেন্ট করে তাদের যেকোনো বিজ্ঞাপন অনলাইনে দেখাতে পারেন। যা পাবলিশার হিসেবে যে কেউ তাদের ব্লগ, ইউটিউব ভিডিও তে গুগলের বিজ্ঞাপন দেখিয়ে অনলাইন থেকে টাকা আয় করতে পারে।
এইটা সোজাসোজি একটি বিজ্ঞাপন নেটওয়ার্ক। যার মাধ্যমে ব্লগ এবং ওয়েবসাইট মালিকেরা বিজ্ঞাপনের মাধ্যমে টাকা আয় করে থাকেন।
বিজ্ঞাপন দাতা তারা যারা গুগল কে টাকা দিয়ে নিজের বিজ্ঞাপন অনলাইনের মধ্যমে দেখাতে চান।
পাবলিশার তারা যারা গুগলের বিজ্ঞাপন নিজেদের ব্লগ বা ইউটিউব ভিডিওর মাধ্যমে ভিজিটর দের দেখাতে পারে।
তাই, গুগল এডসেন্স এমন একটি মাধ্যম যার দ্বারা অনলাইন টাকা আয় করতে পারবেন। কিন্তু, তার জন্য আগে আপনার একটি ব্লগ, ওয়েবসাইট, এ্যাপ বা ইউটিউব চ্যানেল এই মাধ্যম গুলি ব্যবহার করে এডসেন্সের জন্য এ্যাপ্লাই করতে পারবেন। গুগল এডসেন্স বিজ্ঞাপন দেখিয়ে টাকা আয় করতে পারবেন।
Google AdSense কাজ কি
গুগল এডসেন্স এর কাজ বিশেষ করে হলো বিভিন্ন ধরণের ব্লগ, ওয়েবসাইট, ভিডিও এবং এ্যাপে বিজ্ঞাপন দেখানো। যাদের ব্লগ বা ভিডিও গুলিতে বিজ্ঞাপন দেখানো হয়, তাদের কে টাকা দেওয়া।
কিন্তু, এই বিজ্ঞাপন গুলি যে ওয়েবসাইট বা ভিডিওতে দেখানো হয় সেগুলির জন্য গুগল আগেই বিজ্ঞাপনদাতাদের থেকে টাকা নিয়ে নেয়। সেই টাকার থেকে ব্লগ বা ভিডিও মালিকদের বিজ্ঞাপন দেখানোর জন্য গুগল টাকা দেয়।
এখন আপনি বলবেন এখানে গুগলের কি লাভ আছে ? তাই তো ?
এইখানে গুগলের যথেষ্ট লাভ আছে।
কারণ, বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দেখানোর জন্য গুগল কে যতটা টাকা দেয় সেই পুরোটা গুগল পাবলিশার দের বিজ্ঞাপন দেখানোর জন্য দেয়না।
বিজ্ঞাপনদাতার দেওয়া টাকার থেকে গুগল নিজের কাছে কিছু অংশ নিজের কাছে রেখে দেয় এবং কিছু অংশ ব্লগ, ভিডিও বা এ্যাপ মালিকদের বিজ্ঞাপন দেখানোর জন্য দেয়। এখানে গুগল এবং ওয়েবসাইট বা এ্যাপ বা ইউটিউব চ্যানেল মালিকদের নিয়ে সবার একসাথে লাভ হয়।
Google AdSense কিভাবে টাকা দেয়
যখন ব্লগ, ওয়েবসাইট, এ্যাপ বা ইউটিউব ভিডিওতে এডসেন্সের বিজ্ঞাপন যুক্ত করি সেসব ব্লগ বা ভিডিও বা এ্যাপে বিভিন্ন রকমের বিজ্ঞাপন দেখানো হয়।
যখন আমাদের ব্লগ বা ভিডিওতে দর্শক (ভিজিটর) আসে এবং তারা যখন সেই বিজ্ঞাপন গুলো দেখে এবং তাতে ক্লিক করে তখন গুগল এডসেন্স সেই ভিউ বা ক্লিকের জন্য আপনাকে কিছু টাকা দেয়।
এরকম করে বিজ্ঞাপনে ভিউ এবং ক্লিক হতে হতে যখন আপনার গুগল এডসেন্স একাউন্টে মোট ১০০$ (ডলার) হয়ে যায় তখন গুগল আপনার ব্যাঙ্ক একাউন্টে সেই টাকা পাঠিয়ে দেয়।
AdSense জন্য এপ্লাই কিভাবে করবো
আমি আগেই বলেছি, এডসেন্সের থেকে টাকা আয় করার জন্য আপনার একটি ব্লগ, ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের প্রযোজন হবে। কারণ, এডসেন্সের বিজ্ঞাপন আপনি তখন পারবেন যখন নিজস্ব একটি ব্লগ, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল থাকবে।
এই কয়েকটি জিনিসের মধ্য যদি একটি থাকে, তাহলে গুগল এডসেন্স এর ওয়েবসাইট গিয়ে সাইন আপ করার পর একটি ফরম আসবে সেটি ফিল আপ করার পর আপনি একটি এডসেন্স একাউন্টের জন্য এ্যাপ্লাই করতে পারবেন।
আপনি যদি ব্লগার অথবা ইউটিউব চ্যানেল ব্যবহার করে থাকেন, তাহলে আপনি নিজের ব্লগার বা ইউটিউব চ্যানেলের এ্যাকাউন্ট থেকে এডসেন্সের জন্য এ্যপ্লাই করতে হবে। এডসেন্সের জন্য এ্যপ্লাই করার সাথে সাথে একাউন্ট, ব্লগ বা ওয়েবসাইট গুগল থেকে এ্যাকসেপ্ট নাও হতে পারে।
মানে, সাথে সাথে গুগল আপনার এডসেন্স একাউন্ট চালু নাও করতে পারে। যার ফলে একবারের বেশি এডসেন্সের জন্য এ্যাপ্লাই করা লাগতে পারে। মনে রাখবেন, প্রথম বারে এডসেন্স একাউন্ট চালু করার জন্য আপনাকে গুগল এডসেন্সের প্রোগ্রাম পলিসি, শর্ত গুলি মেনে তারপর এ্যাপ্লাই করতে হবে।
তাছাড়া আপনার ওয়েবসাইট বা ব্লগ এডসেন্সের জন্য যোগ্য কিনা তা অবশই আপনাকে জেনে নিতে হবে। এতে করে এডসেন্স আপনার একাউন্ট একেবারেই চালু করে দেওয়ার সম্ভাবনা থাকে। আর, একাউন্টে এ্যাকসেপ্ট বা রিজেক্ট যাই হোক তা আপনাকে গুগল ইমেইলের মাধ্যমে জানিয়ে দেবে।
কেবল গুগল আপনার একাউন্ট এ্যাকসেপ্ট করলেই আপনি একমাত্র আপনি নিজের ব্লগ বা ওয়েবসাইট বিজ্ঞাপন সেট করে টাকা আয় করা আরম্ভ করতে পারবেন।
AdSense থেকে কিভাবে টাকা আয় করবেন
গুগল এডসেন্স এর থেকে অনলাইন টাকা আয় করার জন্য আপনার একটি ব্লগ বা ইউটিউব চ্যানেল বানাতে হবে। ব্লগ বানালে তাতে নিয়মিত ভাবে আর্টিকেল লিখতে হবে। ইউটিউব চ্যানেল বানালে তাতে ভিডিও বানিয়ে আপলোড করতে হবে।
যখন আপনার ব্লগ বা ইউটিউব চ্যানেলে ভিজিটর বা দর্শক (ট্রাফিক) আশা শুরু হবে তখন আপনাকে গুগল এডসেন্স এর জন্য এপলাই করতে হবে। এডসেন্স যদি আপনার একাউন্ট এ্যাকসেপ্ট করে তখন আপনি নিজের ব্লগ বা ভিডিওর মাধ্যমে বিজ্ঞাপন প্রদর্শন করতে পারবেন।
যতবার আপনার ব্লগ বা ভিডিও তে দেয়া বিজ্ঞাপন লোকেরা দেখবে বা তাতে ক্লিক করবে ততবার এডসেন্সের তরফ থেকে টাকা দেয়া হবে। যখন একাউন্টে ১০০$ ডলার হয়ে যাবে তখন আপনার ব্যাঙ্ক একাউন্টে সেই টাকা পাঠিয়ে দিবে।
এডসেন্স থেকে টাকা তোলার পদ্ধতি
গুগল এডসেন্স থেকে টাকা তোলার পদ্ধতি খুবই সহজ। আপনি আপনার ব্যাংক একাউন্টটি গুগলের সাথে এড করে দিলেই মাস শেষে টাকা সরাসরি ব্যাংক-এ চলে আসবে।
ওয়ার ট্রান্সফার সিস্টেম আছে এমন যেকোনো ব্যাংক একাউন্ট আপনি যুক্ত করতে পারেন। আমার সাজেশন থাকবে ডাচ বাংলা ব্যাংক বা রকেট। রকেট বা ডার্চ বাংলা ব্যাংকে খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই দ্রুত টাকাটি তুলতে পারবেন।
বিশেষ নির্দেশনা
ওয়েবসাইটে গুগল এডসেন্স এপ্রোভাল পাওয়ার আগে এবং পাওয়ার পরে কি কি করবেন তার একটি ছোট নির্দেশনা-
- প্রথমে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে।
- সেই ওয়েবসাইটে কমপক্ষে ১০০০ শব্দের ২৫-৩০ টি কপিরাইট মুক্ত আর্টিকেল পোস্ট করতে হবে।
- প্রতিটি আর্টিকেলে অন-পেইজ এসইও এবং কিছু কিছু অফ-পেইজ এসইও করতে হবে।
- গুগল থেকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে কিছু ভিজটর নিয়ে আসতে হবে। কিন্তু এডসেন্স এপ্রোভাল পেতে ভিজিটর কোনো বিষয় না। আপনার ওয়েবসাইটে ভিজিটর না থাকলেও এপ্রুভাল পাবেন। কিন্তু এডসেন্স থেকে আয় করতে হলে আপনার ভিজিটর লাগবে।
- সবকিছু ঠিক থাকলে গুগল এডসেন্স এর জন্য আবেদন করে নিতে হবে। কম পক্ষে ১০-১২ দিনেই এপ্রুভাল এর জন্য ইমেইল পেয়ে যাবেন।
- যদি না পান তাহলে চিন্তার কোনো কারণ নেই। সমস্যা সমাধান করে আবার এপ্লাই করতে হবে।
- এপ্রোভাল পেয়ে যাওয়ার পর এসইও এর দিকে খুব ভালো করে ফোকাস করুন। কষ্ট করে হলেও ১০-২০ টা ভালো কি-ওয়ার্ড র্যাংক করান। যাতে প্রতিমাসে ৫-৬ হাজার ভিজিটর সার্চ ইঞ্জিন থেকে আপনার ওয়েবসাইটে ভিজিট করে।
- ভালো সিপিসি যুক্ত কি-ওয়ার্ড বাছাই করুন। যেনো প্রতিটি বিজ্ঞাপনের ক্লিকের জন্য আপনি বেশি করে টাকা পান।
- আর মানুষের উপকারে আসবে এমন কিছু সাইটে রাখার চেষ্ঠা করুন।
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং করুন। যেহেতু মানুষ সোশ্যাল মিডিয়াতে বেশি সময় ব্যয় করতে পছন্দ করে তাই সেখান থেকে ট্রাফিক নিয়ে আসা অত্যন্ত সহজ।
- এডসেন্স এপ্রোভাল পেয়ে যাওয়ার পর আপনি ২০% আর্টিকাল কপি করতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না।
- আপনার এডসেন্স একাউন্টে যখন ১০ ডলার পূর্ন হবে তখন আপনাকে এড্রেস ভেরিফাই করতে বলা হবে। এক্ষেত্রে আপনার এডসেন্স একাউন্টে একটি নোটিশ দেওয়া হবে। তখন আপনার একাউন্টে যেই ঠিকানাটি দেওয়া আছে, সেই ঠিকানায় একটি চিঠি চলে আসবে। এবং সেই চিঠিতে একটি পিন নম্বর থাকবে যেটি দিয়ে আপনার একাউন্ট ভেরিফাই করতে হবে।
- ১০০ ডলার একাউন্টে জমা হলে আপনার গুগল এডসেন্স একাউন্টে একটি ব্যাংক একাউন্ট যুক্ত করে নিবেন। প্রতি মাসের উপার্জন পরবর্তী মাসের ২০-২৭ তারিখের মধ্যে আপনার ব্যাংক একাউন্টে সরাসরি চলে যাবে।
- আর অবশ্যই আপনি সবসময় ব্যবহার করেন না এমন জিমেল দিয়ে এডসেন্স-এ এপ্লাই করবেন। কেননা আপনি যদি আপনার ব্যবহৃত জিমেইল দিয়ে এপ্লাই করেন তাহলে পরবর্তীতে সেটি বিক্রি করতে পারবেন না। কারন সেই জিমেইলটি আপনার জন্য গুরুত্বপূর্ন।
পরিশেষে
গুগল এডসেন্স অনলাইন ইনকামের একটি সহজ পথ। বিশেষ কিছু নিয়ম মেনে একটি ব্লগ বা ওয়েব সাইট বা এ্যাপ বা ইউটিউব চ্যানেল দিয়ে আমরা গুগল এডসেন্স থেকে ইনকাম করতে পারব।
পরিশ্রম করতে হবে ধৈর্য্য রেখে কাজ করলে অব্যশই ভালো একটা আর্নিং আসবে। আশা করি গুগল এডসেন্স সম্পর্কিত বিষয় গুলো বিস্তারিত বোঝাতে পেরেছি।
গুগল এডসেন্স সম্পর্কিত প্রশ্ন উত্তর / FAQ
১। গুগল এডসেন্স থেকে কত টাকা আয়?
উত্তরঃ Google এর আয়ের প্রায় 27% আসে Google AdSense থেকে। এটি প্রকাশকের জন্য সম্পূর্ণ বিনামূল্যে। আপনি যদি একজন প্রকাশক হতে চান তাহলে আপনাকে কোন টাকা খরচ করতে হবে না। আপনি সহজেই আপনার ব্লগে এই বিজ্ঞাপনগুলি প্রদর্শন করে ভাল অর্থ উপার্জন করতে পারেন
২। কিভাবে গুগল অ্যাডসেন্স থেকে টাকা উঠাবেন?
উত্তরঃ গুগল অ্যাডসেন্স থেকে সর্বনিন্ম ১০০ ডলার পেআউট নেয়া যায়। আপনি আপনার অ্যাডসেন্স পেআউট আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারেন। গুগল অ্যাডসেন্স থেকে আপনার payoneer account এ টাকা আনাতে পারবেন এবং সেখান থেকে আপনার ব্যাংকে আনতে পারেন। তারপর ব্যাংক থেকে আপনি টাকা আনার বিকাশে নিতে পারেন।
৩। মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাডসেন্স প্রতি 1000 ভিউতে কত টাকা দেয়?
উত্তরঃ প্রতি 1,000 ভিউ এর জন্য অ্যাডসেন্স কত টাকা দেয়? Adsense গড়ে 1,000 ভিউ এর জন্য $10-20 প্রদান করে। মোট আয় নির্ভর করে ওয়েবসাইটের বিভাগ, আপনার দেওয়া সামগ্রীর ধরন, ওয়েবসাইটের ট্র্যাফিকের পরিমাণ, ব্যবহারকারীরা কোথায় অবস্থিত এবং কীভাবে বিজ্ঞাপন সেট আপ করা হয় তার উপর।
আরও পড়ুন-
শেয়ার বাজার কি? বিনিয়োগের নিয়ম
ডোমেইন কি এবং ডোমেইন হোস্টিং কিভাবে কাজ করে