ইসলামিক উক্তি
ইসলামিক উক্তি নিয়ে আজকে আপনাদের জন্য একটি পোষ্ট তৈরী করা হয়েছে। এই পোষ্টটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে।
আল্লাহ তায়ালা পৃথীবিতে সৃষ্টি করেছেন অসংখ্য ধর্ম বর্ণের মানুষ। তবে ইসলাম হচ্ছে পৃথীবিতে একমাত্র শান্তির ধর্ম। আমদের মধ্যে ইসলাম ধর্মের জ্ঞান খুবই অল্প।
যদিও আমরা ইসলাম ধর্মের অনুসারি। ইসলাম ধর্ম সর্ম্পকে যথেষ্ট জ্ঞান অর্জন করা মুসলিম হিসাবে আমাদের উচিৎ।
সকল ধরণের ইসলামিক উক্তি পড়া আমাদের উচিৎ ইসলামিক জ্ঞান অর্জন করার জন্য। আল্লাহ তায়ালা আমাদের প্রেরণ করেছেন পৃথিবীতে তার ইবাদতের জন্য।
আমরা পৃথীবির কাজে ব্যাস্ত হয়ে পড়েছি তার ইবাদতের কথা ভুলে। ইসলাম ধর্মের গুরুত্ব আমাদের বিভিন্ন ব্যাস্ততা ভুলিয়ে দিয়েছে। আমরা ইসলামিক ধর্মের জ্ঞান অর্জন করার জন্য ইসলামিক উক্তি পড়তে পারি।
আরও পড়ুনঃ শিক্ষামূলক উপদেশ ও জনপ্রিয় উক্তিসমূহ
ইসলামিক উক্তি ও স্টাট্যাস
১। সৃষ্টি কর্তা তোমাদের চেহারা সুরত ও সম্পদ দেখেনা, তিনি দেখেন অন্তর ও কাজ।
-(সহীহ মুসলিম)
২। তোমরা সকলে মিথ্যা থেকে এড়িয়ে থাকো, নিশ্চয়ই মিথ্যা ঈমানের ধংস করে।
-আল হাদিস
৩। তোমরা সকলে কুরআনকে আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনো বিপথগামী হবেনা।
-(মিশকাত)
৪। যে নিজে সতর্কতা অবলম্বন করে না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না।
-হযরত আলী (রা:)
হযরত আলী (রা:) এর ইসলামিক উক্তি
১। সম্মানহীন মানুষদের সম্মান করা ও সম্মানী মানুষেদের অপমান করা একই প্রকার দোষের।
-হযরত আলী (রা:)
২। অযাচিত দানিই দান, চাহিলে অনেক সময় অনেক মানুষ চক্ষুলজ্জায় ও দান করে, তবে তাহা কিন্তু দান নহে।
-হযরত আলী (রা:)
৩। বুদ্ধিমান ও সত্যবাদী ব্যাক্তি ছাড়া তোমরা আর কারও সঙ্গ কামনা করো না।
-হযরত আলী (রা:)
৪। স্বাস্থে্যর চাইতে বড় সম্পদ এবং অল্পে তুষ্টির চাইতে বড় সুখ আর কিছু নেই।
-হযরত আলী (রা:)
৫। কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে দিবে, তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙ্গ পড়বেন না। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তাঁর নিজের দিকেই আপনাকে ডাকছেন।
-ড. বিলাল ফিলিপ্স
ড. বিলাল ফিলিপ্স এর ইসলামিক উক্তি
১। কেউ আপনার থকে দূরে চলে যাওয়াতে অধিক চিন্তিত হবেন না। কারণ তা আল্লাহরই পরিকল্পনা ছিল। – ড. বিলাল ফিলিপ্স
২। আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন। তাই তাঁর কাছেই প্রার্থনা করুন।
-ড.বিলাল ফিলিপ্স
৩। আজ আপনি যে ছেলে বা মেয়ের সাথে হারাম সর্ম্পকে লিপ্ত আছেন বিচারদিবসে সেই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে।
ড. বিলাল ফিলিপ্স
৪। আপনার পাপগুলো আল্লাহর দয়া তেকে বড় নয়।
-ড. বিলাল ফিলিপ্স
৫। আল্লাহর প্রতি আপনার ভালোবাসা যতই বৃদ্ধি পেতে থাকবে, দুনিয়ার প্রতি আপনার ভালোবাসা ততোই কমতে থাকবে।
-ড.বিলাল ফিলিপ্স
৬। কখনো কখনো আল্লাহ তায়ালঅ আমাদের ভোগান্তিতে ফেলেন শুধু এজন্যই যে আমরা যেন তাকে স্বরণ করি।
-ড.বিলাল ফিলিপ্স
সত্য নিয়ে ইসলামিক উক্তি:
১। সবচেয়ে সুন্দর ও ভালো চরিত্রের মানুষ ঐ ব্যাক্তি, যে প্রকৃত হিংসা বিদ্বেষ মুক্ত অন্তরের অধিকারী এবং সত্য কথার অধিকারী।
-আল হাদিস
২। আমাদের প্রিয় নবি করীম (সা:) বলেছেন, তোমাদের মধ্যে যখন ৪ টি জিনিস থাকবে, তখন যদি তোমাদের কাছ থেকে দুনিয়ার সবকিছু হারিয়ে যায় তাও কোন সমস্যা নেই।
ক। আমানত রক্ষা করা
খ। সদা সত্য কথা বলা
গ। সুন্দর চরিত্র
ঘ। হালাল রুজি
-আল হাদিস
৩। পাপ কাজগুলো লুকানোর চেষ্টা করে আপনি কোনদিন সফল হতে পারবেন না। পাপের কথা স্বীকার করার পর যদি অত:পর কেউ ত্যাগ করার চেষ্টা করে, তবে তার কাছে সফলতা লাভ করা সহজ।
-হযরত আলী (রা:)
৪। তোমরা সন্দেহযুক্ত কাজ কর্ম মর্ম ছেড়ে দেও, যে কাজ কর্মে কোন প্রকার সন্দেহ নেই সেদিকে ফিরে যাও, নিশ্চয়ই সত্য প্রশান্তির নাম, আর মিথ্যা হলো সন্দেহ অশান্তির নাম।
-আল হাদিস
৫। তোমাদের জন্য নির্দেশ:
বড়দের সম্মান করো, ছোটরা তোমাদের সম্মান করবে
এবং ছোটদের সাথে সব সময় সত্য কথা বলবে।
-হযরত আলী (রা:)
কষ্ট নিয়ে ইসলামিক উক্তি
১। সব দু:খের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ।
-হযরত আলী (রা:)
২। ধন সম্পদ হলো কলহের কারণ, দুর্যোগের মাধ্যমে কষ্টের উপলক্ষে আর হলো বিপদ আপদের বাহন।
-হযরত আলী (রা:)
৩। প্রতিরাতে মহান আল্লাহ তায়ালা রাতের তৃতীয়াংশে প্রথম আসমানে এসে বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব যা চাইবে তাই দিবো।
-বুখরী-১১৪৫
৪। তোমরা সৃষ্টি কর্তা মহান রবকে বয় করো কেননা যখন তোমরা রব কে স্মরণ করবে, তখন আর তোমরা একাকী অনুবাব করবে না।
-সংগৃহীত
৫। একা হয়ে যাওয়া মানে হলো আপনি খারাপ সঙ্গ ত্যাগ কলেছেন।
-হযরত উমর (রা)
মৃত্যু নিয়ে ইসলামিক উক্তি
১। প্রত্যেক প্রাণিকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লঅহ তায়ালা বলেন- তোমাদের ভালো ও খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা করি। আর তোমাদেরকে আমারই কাছে ফিরে আসতে হবে।
-সূরা আম্বিয়া (আায়াতঃ৩৫)
২। মানুষ প্রতিদিন তার মতো কতো মানুষকে মৃত্যূবরণ করতে দেখে, কিন্তু তারা সবসময় নিজের মৃত্যূর কথায় ভুলে যায়।
-হযরত ওসমান (রা:)
৩। যারা মৃত্যকে অধিক পরিমাণ স্বরণ করে এবং যারা মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করে তারাই মুলত বুদ্ধিমান মানুষ।
-সুনানে ইবনে মাজাহ(৪২৫৯ নং হাদিস)
৪। মহান অল্লাহ তায়ালাই তোমাদের জীবণ দান করেছেন। আর তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন। আবার তিনিই তোমাদেরকে পুনরুত্থান করবে। তারপরও মানুষ অতি-অকৃতজ্ঞ।
-সূরা হাজ্জ (আয়াতঃ ৬৬)
৫। মানুষ যদি কখোনও মৃত ব্যাক্তির আর্তনাদ দেকতে পেত, তাহলে প্রতিটি মানুষ মৃত ব্যাক্তির জন্য কান্না না করে তারা নিজের জন্য মৃত্যুর ভয়ে কান্না করতো।
-হযরত মুহাম্মদ (সা:)
৬। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু সাধ তোমাকে পেতেই হবে।
যদি তোমরা সুদৃঢ় দূর্গের মধ্যেও অবস্থান করো তবুও।
– সূরা আন নিসা, (আয়াত -৭৮)
৭। আমি আমার রবের সাক্ষাতের আশায় মৃত্যুকে ভালোবাসি।
-আবু দারদা (রা:)
আরও পড়ুন –
ভালোবাসা নিয়ে উক্তি ও জনপ্রিয় কিছু বাণী
চিরন্তন সত্য বাণী বাংলা ও মণীষীদের উক্তি