বড়দের কাশির সিরাপ, কার্যকারিতা ও সেবনবিধি

বড়দের কাশির সিরাপ 

সারা বছর ধরে মানুষের কাশির সমস্যা দেখা দিলেও শীতের সময় ঠান্ডা কাশির সমস্যা খুব বেড়ে যায়। বাজারে প্রাপ্ত বয়স্কদের জন্য বিভিন্ন কাশির সিরাপ ও ট্যাবলেট রয়েছে। তবে এসব সিরাপ খুব বেশি কার্যকারী নয়। বড়দের কাশির সিরাপ অনেক সময় উপকারের বদলে ক্ষতি করে থাকে।

এসকল সিরাপের মধ্যে রয়েছে কৃত্রিম রং, মিষ্টি ,কৃত্রিম স্বাদ এবং উচ্চ র্ফরুটোজ কর্ন সিরাপ যা শরীরের জন্য বিপজ্জনক। হারবাল ও ভেষজ উপাদানের বড়দের কাশির সিরাপ পাওয়া যায়। এসকল  সিরাপের গায়ে অনেক সময় উপাদানের নাম লেখা থাকে না।

যারা ট্যাবলেট জাতীয় ওষধ পছন্দ করেন না তারা সিরাপ জাতীয় ওষুধ সেবন করে থাকে। বাজারে বিভিন্ন কোম্পানির বড়দের কাশির সিরাপ এবং ট্যাবলেট পাওয়া যায়। ডা :রুদ্রজিৎ পাল জানান কফ সিরাপ চারটি উপাদানের মিশ্রণ দিয়ে তৈরি করা হয়েছে অ্যান্টিঅ্যালার্জিক, ব্রস্কোডায়ালেটর, এক্সপেকটোরেন্ট ও ভ্যাসোকনস্ট্রিকটর মিশ্রণ।

এ সকল উপাদানের কাজ হলো অ্যালার্জি কমায়, কোনও উপাদান কফ কমায়, কোন উপাদান কাশির সংকেতবাহী জায়গাকে দমিয়ে রাখে এবং কফ তৈরি হতে বাধা দেয়। আজকের আর্টিকেলে আমরা বড়দের কাশির সিরাপ সম্পর্কে বিস্তারিত জানবো।


আরও পড়ুনঃ শিশুর জ্বর ১০২ হলে করণীয় ও প্রাথমিক চিকিৎসা


কাশির কারণসমুহ

বড়দের কাশির সিরাপ

অনেকেই আছেন যারা দীর্ঘদিন যাবত কাশির সমস্যায় ভুগছেন। কিন্তু কারন অনেকের অজানা। তাই কিছু বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন যেন কাশির সঠিক কারন জানা যায়। তার মধ্যে নিম্নের কারন গুলি অন্যতম-

১। ভাইরাস সংক্রমণ 

২। ফ্লু, ঠান্ডা এবং শ্বাসনালীর সংক্রমণ

৩। বায়ুদূষণ 

৪। দীর্ঘদিনের ধুমপানের অভ্যাস 

৫। হাঁপানি 

৬। অ্যালাজি 

৭। হার্ট ফেইলার 

৮। ফুসফুসের ক্যানসার 

৯। নিউমোনিয়া 

১০। যক্ষা

১১। সাইনোসাইটিস

কাশি স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী হয়ে থাকে। স্বল্পমেয়য়াদী কাশি বলতে ২ সপ্তাহের কম সময়কে বুঝানো হয় এবং দীর্ঘস্থায়ী কাশি বলতে ৮ সপ্তাহের কম সময়কে বুযঝায়।

বড়দের কাশির সিরাপ এর নাম ও দাম

১। পিউরিসাল সিরাপ

এটি বড়দের কাশির সিরাপ। তবে ছোটদের কাশির সিরাপ উভায়ের জন্য ব্যবহার করা যায়। এই সিরাপের এখন পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় নি। ৫০ মিলি সিরাপের দাম ৩০ টাকা এবং ১০০ মিলি সিরাপের দাম ৪৫ টাকা ।

২। এডোভাস সিরাপ

এই সিরাপটি স্কায়ার কোম্পানি প্রস্তুত করে থাকে। যাদের বুকে কফ জমে থাকে তাদের জন্য উপকারী এই সিরাপ। এটি বড়দের কাশির সিরাপ হিসাবে পরিচিত। ১০০ মিলি এডোভাস সিরাপের মূল্য ৭০ টাকা এবং ২০০মিলি সিরাপের মূল্য ১১০ টাকা ।

৩। টমিফেন সিরাপ 

শুষ্ক কাশি এবং তীব্র কাশি এই সিরাপটি বড়দের কাশির সিরাপ হিসাবে খুব উপকারী। ইনসেপটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রস্তুত করে থাকে। অনেক সময় এই সিরাপ সেবনের কারণে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। যেমন: বমি বমি ভাব, ঝিমঝিম ভাব হয়ে থাকে। টমিফেন সিরাপের বর্তমান বাজার মূল্য ৪০ টাকা।

৪। অফকফ সিরাপ

সিরাপটি জ্বর, কাশির এবং ঠান্ডার জন্য বড়দের কাশির সিরাপ হিসাবে ব্যাবহৃহ হয়। শুকনো কফ নিরাময়ের জন্য এই সিরাপ কার্যকারী ভুমিকা রাখে।

৫। তুসকা প্লাস সিরাপ

এই সিরাপটি স্কায়ার কম্পানি প্রস্তুত করে থাকে। এই ঔষুধটি শুষ্ক কাশি, গলা ব্যাথা, বুকে কফ জমাট বাধা ইত্যাদি সমস্যায় তুসকা প্লাস  বড়দের কাশির সিরাপ  হিসাবে  খুবিই কার্যকারী ভুমিকা পালন করে ।তুসকা প্লাস সিরাপের  মূল্য ১০০ মিলি ৮০ টাকা।

৬। টমিফেন সিরাপ

টমিফেন সিরাপ শুষ্ক কাশি এবং তীব্র কাশি নিরাময়ক হিসাবে কাজে করে। এই সিরাপটি ইনসেপটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড উৎপাদন করে থাকে। এই সিরাপটি সেবনের ফলে ঝিমঝিমভাব এবং বমি বমি ভাব কিছুটা হতে পারে। এই সিরাপের মূল্য ৪০ টাকা।

 কাশির জন্য কোন সিরাপ ভালো

ডেক্সটোমেথরফান সাধারণত শুষ্ক কাশির জন্য খুব ভালো কাজ করে। Guaifenesin সিরাপ গলার শ্লেষ্মাকে পাতলা করে এবং আলগা করে যাতে সহজে কাশতে পারে।

বড়দের বিভিন্ন ধরনের  কাসির সিরাপের নাম তালিকা করে দেওয়া হলো:

 1.Keto A 100

2.Sendo 5mg 

3. Ambrox 75 SR

4.Fexo 120

5 .Encilor10 mg

6.Klarix

7. Brolite  3mg

8. Askorel SR 50mg

স্কয়ার কাশির ঔষধের নাম

স্কায়ার কোম্পানি বিবিন্ন ধরনের বড়দের কাশির সিরাপ প্রস্থুত করে থাকে। তাদের ঔষুধের সিরাপ বাজারে বেশ জনপ্রিয়। নিম্নে কাশির ঔষুধ নামগুলো লিখা হলো :

  • Keto A 100
  • Fexo 120
  • Ambrox
  • Klarix
  • Axodin 180
  • Encino 10 mg

কাশি হলে করনীয়

১। প্রক্রিয়াজাত খাবার 

২। ভাজা খাবার 

৩। অ্যালকোহল 

৪। ক্যাফেনযুক্ত পানি 

৫। কলা

৬। আঙুর

৭। তরমুজ

৮। কমলা

৯। দুধ 

১০। টক জাতীয় ফল 

১১। ঠান্ডা খাবার 

বাচ্চাদের কাশির সিরাপের নাম

বর্তমানে বাচ্চাদের বিভিন্ন নামে কাশির সিরাপ বাজারে পাওয়া যাচ্ছে। বাজারের কাশির সিরাপের একটি তালিকা নিম্নে দেওয়া হলো: 

  • Remocf
  • Adolf
  • Adovas
  • Ecof
  • Tusca plus

শুষ্ক কাশি অপসারণের ঘরোয়া উপায়

১। মধু

প্রতিদিন ১ চা চামচ মধু গ্রহণ করুন। এটি শুষ্ক কাশি নিরাময়ের জন্য উপকারী। মধুতে এনজাইম নামক ‍উপাদান রয়েছে যা কাশি উপশম করতে সাহায্য করে। মধু হলো কাশির জন্য সর্ব রোগনিবারক ঔষুধ যার মধ্যে অনেক ঔষধি গুণাগুণ রয়েছে।

২। গরম জল

১গ্লাস গরম জলের সাথে ১ চা চামচ লবণ মিশিয়ে দিনে ২ বার শোষণ করলে এটি শুষ্ক কাশি এবং গলার ব্যাথা নিরাময় করে থাকে।

৩। গোল মরিচ

গোল মরিচও কাশির জন্য উপকারী ঘরোয়া উপায় হিসাবে ব্যাবহৃত হয়ে থাকে। গোল মরিচ গুড়া ঘিতে ভিজিয়ে খেলে শুষ্ক কাশির জন্য উপকারী। গোল মরিচের মধ্যে অনেক ঔষুধি গুণাগুণ রয়েছে ।

৪। মশলা চা

গোল মরিচ এবং আদা চা শুষ্ক কাশি অপসারণের সেরা মাধ্যম হিসাবে সকলের কাছেই খুব পরিচিত। তাই কাশি হলে নিয়মিত মশলা চা সেবন কাশি থেকে পরিএাণ দিয়ে থাকে।

৫। বেসিল গুচ্চ

আদা এবং মধুর সাথে বেসিলের পাতা গুড়া করে রস দিয়ে সেবন করুন এটা কাশি নিরাময় করে থাকে।

৬। আদা

আদা পানিতে ফুটিয়ে রস বের করে তাতে দুই চামচ মিধু মিশিয়ে নিয়মিত পান করলে কাশি নিরাময় হয়ে থাকে।

৭। হলুদ

হলুদকে বলা হয় প্রাকৃতিক আয়োবেদিক ঔষুধ। শুষ্ক কাশির জন্য অর্ধ কাপ পনির মধ্যে ১ চা চামচ হলুদ এবং ১ চামচ গোল মরিচ মিশিয়ে নিয়মিত সেবন করুন। এর সাথে দারুচিনি মিশিয়ে নিয়মিত সেবন করলে ভালো হয়। এটি গলার আরাম দিয়ে থাকে এবং কাশি নিরাময় করে থাকে।

৮। মধু

২চা চামচ লেবুর সাথে ১চা চামচ মধুকে মিশিয়ে নিয়মিত সেবন করলে গলার ব্যাথা  এবং শুষ্ক কাশি থেকে পরিএাণ পাওয়া যায়। 

৯। রসুন

রসুন গলার কাশি নিরাময়ে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে থাকে।২-৩ কুয়া রসুন ভালোভাবে পানিতে ফুটিয়ে এর সাথে মধু মিশিয়ে পান করলে শুষ্ক কাশিতে আরাম দিয়ে থাকে। 

১০। পেঁয়াজ

পেঁয়াজের রসের সাথে ১ চা চামচ মধু মিশিয়ে পান করলে শুষ্ক কাশি নিরাময় হয়। এই সমস্ত ঘরোয়া উপায় কাশির জন্য ঔষুধ হিসাবে কাজ করে।

পরিশেষে

দীর্ঘদিন ঠাণ্ডা ও কাশি জনিত সমস্যা হলে অতি দ্রুত ডাক্তারের সাথে দেখা করুন। আর্টিকেলে উল্লেখিত বড়দের কাশির সিরাপ গুলো অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। কোন ভাবে নিজে থেকে ওষুধ সেবন করা ঠিক নয়। ওষুধ কেনার আগে অবশ্যই তারিখ ও সেবন বিধি জেনে নিবেন। আশা করছি আপনি সিরাপ সম্পর্কে জানতে পেরেছেন।

আরও পড়ুন-

মাথা ব্যাথার ঔষধ, সেবনবিধি ও চিকিৎসা পদ্ধতি

alatrol এর কাজ কি, ব্যবহার, সতর্কতা ও সেবনবিধি

Leave a Comment