পিউরিসাল সিরাপ এর সেবনবিধি, কাজ ও সতর্কতা

পিউরিসাল সিরাপ

অনেকেই আছেন যারা পিউরিসাল সিরাপ সম্পর্কে সঠিক তথ্য জানেন না। আর এই সকল তথ্যগুলো না জানার কারণে নানা রকম ক্ষতির সম্মুখীন হতে হয়। এই সিরাপটি সাধারণত লিভোসালবিউটামল রেসিমেক সালবিউটামল হতে ভিন্ন এটা একটি বিটা ২ এগোনেস্টি হয়ে থাকে। 

পিউরিসাল সিরাপ একটি ব্রঙ্কোডিলেটর ওষুধ, যা শ্বাসনালীর সংকোচনকে শিথিল করে শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে থাকে। এটি অ্যাজমা, ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ (COPD) এর চিকিৎসায় হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। 

পিউরিসাল সিরাপ যেভাবে সেবন করতে হবে, বয়স্কদের জন্য ৫ থেকে ১০ মিলিগ্রাম প্রতিদিন ৩ বার। শিশুদের জন্য ৬ বছর থেকে ১১ বছরের জন্য ৫ মিলিগ্রাম প্রতিদিন ৩ বার। যেকোনো ওষুধ সেবনের আগে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। তাহলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না। 

আজকের আর্টিকেলে পিউরিসাল সিরাপ সেবনবিধি, সিরাপ কিভাবে কাজ করে, এর পার্শ্ব প্রতিক্রিয়া, মাত্রাধিক্যতা ইত্যাদি সম্পর্কিত বিষয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি।


আরও পড়ুনঃ- মাথা ব্যাথার ঔষধ, সেবনবিধি ও চিকিৎসা পদ্ধতি


সিরাপ এর কাজ

পিউরিসাল সিরাপ-puri-sal-syrup
পিউরিসাল সিরাপ

পিউরিসাল সিরাপ একটি ব্রঙ্কোডিলেটর ওষুধ। যা শ্বাসনালীর সংকোচনকে শিথিল করে থাকে। শ্বাসকষ্ট কমাতে সাহায়তা করে। এটি সাধারণত অ্যাজমা এবং COPD এর চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে।

পিউরিসাল সিরাপ এর প্রধান কাজ হল:

  • শ্বাসনালীর সংকোচনকে শিথিল করে শ্বাসকষ্ট কমানো
  • হাঁপানির অ্যাটাক প্রতিরোধ করা
  • COPD এর লক্ষণগুলি কমানো

সিরাপ সেবনবিধি

ট্যাবলেট

  • ১২ বছর ও তদূর্ধ্বদের ক্ষেত্রে: ১-২ মি.গ্রা. দৈনিক ৩ বার। 
  • শিশুদের (৬-১১ বছর) ক্ষেত্রে: ১ মি.গ্রা. দৈনিক ৩ বার।
  • শিশুদের (২-৫ বছর) ক্ষেত্রে: ০.৫ মি.লি. দৈনিক ৩ বার।

সিরাপ

  • বয়স্কদের জন্য: ৫-১০ মি.লি. দৈনিক ৩ বার।
  • শিশুদের (৬-১১ বছর) ক্ষেত্রে: ৫ মি.লি. দৈনিক ৩ বার।
  • শিশুদের (২-৫ বছর) ক্ষেত্রে: ২.৫ মি.লি. দৈনিক ৩ বার। অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য।

পার্শ্ব প্রতিক্রিয়া

পিউরিসাল সিরাপ এর পার্শ্ব প্রতিক্রিয়া হলো-

  • হাইকোক্যালসিমিয়া দেখা দিতে পারে।
  • অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে।
  • অস্থিপেশির সূক্ষ্ম কাঁপুনি দেখা দিতে পারে।
  • মাংসপেশির সংকোচন হতে পারে।
  • কখনো কখনো বমি বমি ভাব হতে পারে।
  • বমিও হতে পারে।
  • ডায়রিয়া হতে পারে।

সিরাপ খাওয়ার আগে একজন ডাক্তারের সাথে পরামর্শ নেয়া উচিত।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

যদি গর্ভস্থ ভ্রুণের ঝুঁকির তুলনায় সম্ভাব্য সুবিধার পরিমান যদি বেশী হয় তবেই কেবলমাত্র লিভোসালবিউটামল ব্যবহার করা উচিত। 

লিভোসালবিউটামল মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা তার কোন সঠিক তথ্য পাওয়া যাইনি। দুগ্ধদানকারী মায়েদের লিভোসালবিউটামল গ্রহনের সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সতর্কতা অবলম্বন করতে হবে।

সতর্কতা

গুরুতর অ্যাজমা রোগীদের ক্ষেত্রে অধিক সতর্কতা গ্রহন করা উচিত। কারন হাইপক্সিয়া, একই সাথে জ্যানথিন ডেরিভেটিভস, স্টেরয়েড এবং মূত্রবর্ধক ড্রাগ গ্রহনের দ্বারা এটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি। 

এসব ক্ষেত্রে সিরামে পটাসিয়ামের মাত্রা পর্যবেক্ষণ করা আব্যশক।

মাত্রাধিক্যতা

সম্ভাব্য মাত্রাধিক্যের লক্ষণগুলো হচ্ছে অত্যাধিক বিটা-এড্রিনার্জিক স্টিমুলেশন, পার্শ্বপ্রতিক্রিয়ায় উল্লেখিত কারণ সমূহ। 

গুরুতর পয়জনিং এর ক্ষেত্রে পেট খালি করতে হবে। প্রয়োজনে ব্রঙ্কোস্পাজম সম্পন্ন রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে একটি বিটা ব্লকার দেওয়া আব্যশক।

ঔষধের মিথস্ক্রিয়া

পিউরিসাল এর সাথে অন্যান্য সর্ট অ্যাকটিং সিমপ্যাথোমিমেটিক ব্রঙ্কোডাইলেটর বা এপিনেফরিন অধিক সতর্কতার সাথে ব্যবহার করা আব্যশক।

যদি অতিরিক্ত এড্রিনার্জিক ড্রাগ গ্রহণ করা হয় তবে ক্ষতিকর কার্ডিওভাসকুলার ইফেক্ট এড়ানোর জন্য তা সতর্কতার সাথে গ্রহন করা আব্যশক।

পরিশেষে

আমরা অনেকেই ঔষধ সমন্ধে জানি আবার অনেকেই জানি না। পিউরিসাল সিরাপ সম্পর্কে আমরা অনেকেই জানি না। এই সিরাপ সাধারণত শ্বাসনালীর সংকোচনকে শিথিল করে শ্বাসকষ্ট কমানোর জন্য চিকিৎসক নির্দেশনা দিয়ে থাকেন। 

চিকিৎসকের পরামর্শ ছাড়া আমাদের কোন প্রকার ঔষুধ সেবন করা উচিত নয়। তা হলে হিতে বিপরিত হতে পারে। এতে রোগ নির্মূল হওয়ার বদলে বড় ধরণের সমস্যা সৃষ্টি হয়ে যাবে। আশা করি আজকের আর্টিকেলের মাধ্যমে পিউরিসাল সিরাপ সম্পর্কিত বিস্তারিত বোঝাতে পেরেছি। ধন্যবাদ।

পিউরিসাল সিরাপ সম্পর্কিত প্রশ্ন-উত্তর / FAQ

১। পিউরিসাল সিরাপ কেন ব্যবহার করা হয়?

উত্তর: Purisal Syp 100ml শ্বাসকষ্ট, কাশি, শ্বাসকষ্ট, হাঁপানি এবং দীর্ঘস্থায়ী পালমোনারি রোগে বুকের শক্ত হয়ে যাওয়া শ্বাসকষ্ট, কাশি, শ্বাসকষ্টের মতো রোগে শ্বাসকষ্ট এবং শ্বাসনালীগুলির সংকোচনের চিকিত্সা এবং উপশম প্রদান করতে ব্যবহৃত হয়।

 ২। পিউরিসাল সিরাপ কি এন্টিবায়োটিক?

উত্তরঃ এটি একটি ব্রঙ্কোডাইলেটর যা শ্বাসনালীর প্রাচীরের পেশীগুলিকে শিথিল করে, সেগুলিকে খুলে দেয় এবং যার ফলে হাঁপানি বা দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিসের মতো বিপরীতমুখী বাধা শ্বাসনালীর রোগে আক্রান্ত রোগীদের শ্বাসপ্রশ্বাস সহজ করে।

৩। Levosalbutamol কি শুকনো কাশির জন্য ব্যবহার করা হয়?

উত্তরঃ Levosalbutamol, Ambroxol, Guaiphenesin সিরাপ, শুকনো কাশির চিকিৎসার জন্য , প্যাকেজিং আকার: 100 মিলি. এই কাজের ডোমেনে আমাদের অসীম ক্ষমতার কারণে, আমরা Levosalbutamol, Ambroxol, Guaiphenesin Syrup এর বিশাল বৈচিত্র্য নিয়ে এসেছি। 

আরও পড়ুন-

টোফেন সিরাপ এর কাজ কি ও এর ব্যবহারবিধি

বাচ্চাদের গ্যাসের সিরাপ, খাওয়ানোর নিয়ম ও সতর্কতা

Leave a Comment